Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019 has been found on my website. Directorate of Primary Education (DPE) has been published recruitment of Primary Assistant Teacher under the Ministry of Primary and Mass Education. Primary Assistant Teacher Job Exam of 2019 held on 24th May 2019.

Recently Primary Assistant Teacher Job Exam Date published. Primary Assistant Teacher is now an attractive job in Bangladesh. Primary Assistant Teacher Job process under the project PEDP-3 by Directorate of Primary Education (DPE) has been started. Primary Assistant Teacher Exam Question Solution 2019.

Primary Assistant Teacher recruits the teachers for primary schools started concurrently in 61 districts of Bangladesh (except the three hill districts) on this is PEDP-3 name of Primary Education. Directorate of Primary Education (DPE) announced Pre-Primary Assistant Teacher Admit Card download. I have to collect the previous year Primary Assistant Teacher question and solved.

Primary Assistant Teacher Job Exam of 2019 held on 24 May 2019. Recently Primary Assistant Teacher Job Exam Date published. Primary Assistant Teacher is now an attractive job in Bangladesh. Joining the smart and big service team of Primary Assistant Teacher You have to pass the exam.

Primary Assistant Teacher Job Circular, MCQ Exam Date and Admit Card Download Notice, Exam Question Solve, Primary Assistant Teacher Exam result Related Notice and all information will be published on my website. Primary Assistant Teacher Job Exam Previous year Question paper and solution is also available on our website.

So, if you a candidate of primary assistant teacher exam then it will be helpful to you. So visit our website regularly to check all the new and previous question solution of Primary School. Primary Assistant Teacher Exam Question Solution 2019 has been given below:

Primary Assistant Teacher Exam Question Solution 2019

3rd Phase Question & Solution 2019 (Exam Date: 21st June 2019)

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

১. Which one is plural?

উ. গ. None of these

২. Looks before you leap.

উ. খ. ভাবিয়া করিও কাজ

৩. মৌলিক স্বরধ্বনি কয়টি?

উ. গ. ৭ টি

৪. ২৪৫০ সংখ্যাটিকে  কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

উ. ক. ২

৫.  এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?

উ. ঘ. 7.5

৬. 0.4*0.02*0.08=?

উ. ক. 0.00064

৭. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

উ. খ. ভাই বোন

৮.‘  choose the correctly spelt word?

উ. খ. voluntary

৯. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উ. গ. সম্ভাব্যতা

১০. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে-  বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উ. গ. কর্মে সপ্তমী

১১. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?

উ. খ. ০.০৮

১২. x- 1/x=2  হলে x4 +1/x4=?

উ. ঘ. 34

১৩.পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?

উ. ক.ক+ষ

১৪. ‘রাতুল’ শব্দের অর্থ কি?

উ. ক. লাল

১৫. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?

উ. ঘ. ত্রিভুজ

১৬. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

উ. ক. 5

১৭. ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ?

উ. গ. অসমাপিকা

১৮. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া  অথবা কমার হার কত?

উ. গ. ৬.২৫

১৯.‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ?

উ. ঘ. পরা

২০.কচুরিপানা পানিতে ভাসে কেন?

উ.  ক.কান্ড ফাপা বলে

২১. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

উ. ক. ইসলাম খান

২২. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?

উ. ঘ. ৮  টি

২৩. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?

উ. খ. 2 ফেব্রুয়ারি

২৪. I cannot—— to pay  such high prices.

উ. খ. afford

২৫. কোনটি যৌগিক বাক্য?

উ. ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো

২৬ কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি?

উ. খ. The authority took him to task

২৭.‘ উগ্র’ শব্দটির  বিপরীতার্থক কোনটি?

উ. ক. সৌম্য

২৮. The ambassador called ——- the president.

উ. গ. on

২৯. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

উ. খ.  ক্যাপ্টেন এম মনসুর আলী

৩০. What is the adjective of the word heart?

উ. গ. Heartening

৩১. The synonym of “stringent” is

উ. ক. Rigorous

৩২. যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?

উ. খ. ৮৪

৩৩. All of the people at the conference are —

উ. খ. Mathematics teacher

৩৪. Choose the correct sentence

উ. Each of the three boys got a prize

৩৫. মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়?

উ. গ. পাল শাসনামলে

৩৬. কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি?

উ. ঘ. No man can live alone

৩৭. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়

উ. গ. ২ জন

৩৮. Frequency is

উ. ঘ. Noun

৩৯.শশব্যস্ত  কোন সমাস?

উ. গ. কর্মধারয়

৪০. The correct spelling is

উ. গ. Bureaucrat

৪১. কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?

উ. ক. 1526

৪২. কত মেগাবাইট 1 গিগাবাইট?

উ. খ. 2^10

৪৩.বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

উ. গ. আকাঙ্ক্ষা

৪৪. 2, 3, 5, 8, 13, 2১, 34 — ধারাটির পরের সংখ্যাটি কত?

উ. খ.   55

৪৫. 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?

উ. ক. 167

৪৬. 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে

উ. ঘ. 5

৪৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও  65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে?

উ. খ. 12

৪৮. y এর মান কত হলে 16×2 – xy +25  পুর্ণবর্গ রাশি হবে?

উ. সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)

৪৯.ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫  হলে ভাজ্য কত?

উ. খ. ০.০২৫

৫০. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

উ. ক. ১৩:১২:৫

৫১.স্থূলকোণী ত্রিভুজ এর  স্থূলকোণের সংখ্যা-

উ.  গ. ১ টি

৫২.‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি?

উ. খ. অপাদান কারকে সপ্তমী

৫৩.ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উ. খ. বাঙালি জাতীয়তাবাদ

৫৪. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন?

উ. গ. টিক্কা খান

৫৫.বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর  জাতির ভাষার নাম অচিক খুসিক

উ. গ. গারো

৫৬.সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি

উ.  ১০০

৫৭.নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

উ. ঘ. আমি সাক্ষ্য দিয়েছি

৫৮. 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট

উ. গ.  96

৫৯.অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?

উ. খ. শেখ মুজিবুর রহমান

৬০.কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

উ. খ. শ্রীলংকা

৬১.শুদ্ধ বাক্য কোনটি?

উ. খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব

৬২.কোনগুলো ওষ্ঠ ধ্বনি?

উ.খ.প, ফ, ভ, ভ,ম

৬৩. The lady prides herself — her beauty

উ. ঘ. of

৬৪. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?

উ. গ. 50

৬৫. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

উ. গ. লন্ডন

৬৬.‘সর্বজন’- এর বিশেষণ কি?

উ. গ. সর্বজনীন

৬৭.৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?

উ. খ. ৫২

৬৮. Dog days means

উ. ক. Hot weather

৬৯. At least one of the students —— full marks every time

উ. খ. gets

৭০.The synonym of sanguine is

উ. গ. Sparkle

৭১.কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন

উ. গ. 2017

৭২.Counsel means

উ. ঘ. Advice

৭৩. Ambiguous means

উ. গ. Unclear

৭৪. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?

উ. ক.ইখতিয়ার  উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

৭৫. AFTER- BEFORE

উ.  খ. successor: predecessor

৭৬.নিচের কোনটি প্রবাল দ্বীপ

উ.  গ. সেন্ট মার্টিন

৭৭. সাপের বিষে কি থাকে

উ. গ. জিংক সালফাইড

৭৮. কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত?

উ. গ. ৮০

৭৯.সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উ. ক. সম+ বিধান

৮০.কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

ক. 1990 সালের 26  মে

খ.  1990 সালের 26 শে জানুয়ারি

গ. 1990 সালের 26 শে আগস্ট

ঘ. 1990 সালের 26 শে নভেম্বর

উত্তরঃ  ঘ. 1990 সালের 26 শে নভেম্বর

Phase Question & Solution 2019 (Exam Date: 31st May 2019)

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Primary Assistant Teacher Exam Question Solution 2019

সমাধান দেখুন নিচেঃ

১। The countable form of Laughter?

উত্তরঃ (ঘ) The laugh

২। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?

উত্তরঃ (ঘ) ১০

৩। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের?

উত্তরঃ (খ) ২৩ জুন

৪। একটি যারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়,  তবে পানির পরিমাণ কত লিটার?

উত্তরঃ (ঘ) ২

৫। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?

উত্তরঃ (ক) ২৮ টি

৬। শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ (ঘ) সমীচীন

৭। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর  হলে পুত্রের বয়স কত বছর?

উত্তরঃ (ক) ৩০

৮। 4x^2+9y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

উত্তরঃ (ক) 12xy

৯। “He said that he had done the work”. The direct speech is-

উত্তরঃ (ঘ)  He said, ‘He did the work.’

১০। ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে  তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?

উত্তরঃ (খ) ১৬৯

১১। Phosphates need —- to most farm lands in Bangladesh.

উত্তরঃ (খ) Need to be added

১২। ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ (ঘ) রবি+ইন্দ্র

১৩। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে?

উত্তরঃ (গ) সালোকসংশ্লেষণ

১৪। বিরাম চিহ্নের অপর নাম কি?

উত্তরঃ (ক) ছেদ চিহ্ন

১৫। ইতিহাস রচনা করেন যিনি-

(খ) ঐতিহাসিক

১৬। কোনটি শুদ্ধ বাক্য?

উত্তরঃ (গ) আমার বড় দূরবস্থা

১৭।  কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

উত্তরঃ (গ) ২,৪,৭

১৮। As the sun –, I decided to go out.

উত্তরঃ (ক) Was shining

১৯। খাওয়ার লবণের সংকেত কোনটি?

উত্তরঃ (গ) Nacl

২০। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘poet of politics’ বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়?

উত্তরঃ (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

২১। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশী হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

উত্তরঃ (খ) ৫

২২। Change the voice. Who is creating this mess?

উত্তরঃ (ঘ) By whom is this mess being created?

২৩। The book ‘Treasure Island’ is by-

উত্তরঃ (ক) Stevenson

২৪। ‘অক্ষির’ সমীপে’র  সংক্ষেপ হল-

উত্তরঃ (গ) সমক্ষ

২৫। পানির স্ফুটনাঙ্ক কত?

উত্তরঃ (ঘ) ১০০ ডিগ্রী সেলসিয়াস

২৬। ‘অলীক’- এর বিপরীত শব্দ-

উত্তরঃ (ক) সত্য

২৭। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

উত্তরঃ (গ) মহামান্য রাষ্ট্রপতি

২৮। ‘আমি’,‘ আমরা’- এগুলো কোন সর্বনাম পদ?

উত্তরঃ (ঘ) ব্যক্তিবাচক

২৯। The professor was given — to materials in the research laboratory.

উত্তরঃ (খ) Access

৩০। Every driver must be held — his own actions.

উত্তরঃ (ঘ) responsible for

৩১। একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩।  ত্রিভুজটি হবে-

উত্তরঃ (ঘ) সমকোণী

৩২।  একটি গাড়ির চাকা  প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?

উত্তরঃ (খ) ৩৬০  ডিগ্রী

৩৩। ‘Amenable’ শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?

উত্তরঃ (খ) to

৩৪। What is the antonym of the word “unwitting”

উত্তরঃ (গ) unintentional

৩৫। The Feminine of “Ram” is

উত্তরঃ (ক) Ewe

৩৬। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগান টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০%  বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

উত্তরঃ (ঘ) ১৯৮০০

৩৭। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?

উত্তরঃ (ক) পাবনা

৩৮। Which of the following sentences is correct?

উত্তরঃ (খ) He was hanged for murder.

৩৯। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?

উত্তরঃ (খ) ১০৭

৪০। Which one is plural-

উত্তরঃ (ঘ) Bureau x

৪১। বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে?

উত্তরঃ (খ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৯

৪২। ভাষার মূল উপকরণ কী?

উত্তরঃ (গ) ধ্বনি

৪৩। x-1/x=1 হলে x^3-1/x^3  এর মান কত?

উত্তরঃ (ক) 4.0

৪৪। শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ (ঘ) আসক্তি

৪৫। Choose the English translation of- তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?

উত্তরঃ (গ) Have you ever been to Coxes Bazar?

৪৬। একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

উত্তরঃ (খ) ৬০

৪৭। I have a boat made of wood. .The underlined phrase is

উত্তরঃ (ঘ) Past participle phrase

৪৮। z^2+7x+p যদি x-5  দ্বারা বিভাজ্য হয় তবে p  এর মান কত হবে?

উত্তরঃ (খ) -60.0

৪৯। ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ (ঘ) ষট্ + দশ

৫০। ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

উত্তরঃ (ঘ) ১৩ বছর

৫১। ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?

উত্তরঃ (খ) ৫০  ডিগ্রী

৫২। নিত্য সমাসের উদাহরণ কোনটি?

উত্তরঃ (গ) দেশান্তর

৫৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?

উত্তরঃ (গ) চীন ও যুক্তরাষ্ট্র

৫৪। Mr. Atique – rather not invest that money in the stock market.

উত্তরঃ (ঘ) would

৫৫। The plural of “Fez” is-

উত্তরঃ (ঘ) Fezes

৫৬। ০,১,২ এবং ৩  দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

উত্তরঃ (খ) ২১৮৭

৫৭। A person Who writes and edits dictionaries is called a-

উত্তরঃ (গ)Lexicographer

৫৮। Which one is the correct spelling?

উত্তরঃ (গ) irresistible

৫৯। একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩  হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ (ঘ) ৬

৬০। ‘বেলা অবেলা  কালবেলা’র লেখক কে?

উত্তরঃ (খ) জীবনানন্দ দাশ

৬১. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত-

উত্তরঃ (খ) ফিনল্যান্ড

৬২। 2x+3y/3x+2y=5/6 হলে x:y = কত?

উত্তরঃ (খ) 8:3

৬৩। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?

উত্তরঃ (খ) সাইমন ড্রিং

৬৪। 4*5*0*7*1=কত ?

উত্তরঃ (খ) ০

৬৫। Which one is the correct spelling?

উত্তরঃ (ঘ) Supersede

৬৬। কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?

উত্তরঃ (গ) নেপাল

৬৭। দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ (খ) অতিবাহিত

৬৮। ‘কুসুমিত’ শব্দের প্রকৃতি- প্রত্যয় কোনটি?

উত্তরঃ (খ) কুসুম+ইত

৬৯। কিরণ এর সমার্থক নয়-

উত্তরঃ (গ) কর

৭০। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ (ঘ) এম মনসুর আলী

৭১। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?

উত্তরঃ (গ)যুক্তরাষ্ট্র

৭২। পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা-

উত্তরঃ (খ) মাকসুদুল আলম

৭৩। জোয়ার-ভাটার প্রধান কারণ?

উত্তরঃ (খ) চাঁদের আকর্ষণ

৭৪। ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস

উত্তরঃ (ঘ) সমার্থে

৭৫। স্কাউটের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ (ক) লর্ড ব্যাডেন পাওয়েল

৭৬। ‘তাসের ঘর’ – অর্থ কি?

উত্তরঃ (খ) ক্ষণস্থায়ী

৭৭। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?

উত্তরঃ (ঘ) ১৯২১

৭৮। ‘অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে’ ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?

উত্তরঃ (ক) খাঁটি বাংলা

৭৯। একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

উত্তরঃ (ক) ৪

৮০। ১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

উত্তরঃ (ঘ) ৩৯

Primary School Assistant Teacher 1st Phase Exam Question & Solution 2019 (Exam Date: 24th May 2019)

Primary Assistant Teacher Question Solved 2019

Primary Assistant Teacher Question Solved 2019

Primary Assistant Teacher Question Solved 2019

Primary Assistant Teacher Question Solved 2019

১. Deciduous trees are trees those

ক. have fleshy leaves

খ. are extremely big

গ. have delicious leaves

ঘ. lose the leaves annually

উত্তরঃ ঘ. lose the leaves annually

২. সমাস শব্দের অর্থ-

ক. সংযোজন

খ. সংশ্লেষণ

গ. বিশ্লেষণ

ঘ. সংক্ষেপণ

উত্তরঃ সংক্ষেপণ

৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় —

ক. ঋ, র

খ. ট,ঠ

গ. ই,উ

ঘ. ত, থ

উত্তরঃ ক. ঋ,র

৪. যদি তেলের মূল্য 25{ff433b6f8145a97ec1bcbdbf63faa5675e14174bfd0da8202b83de92d997abc5} বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?

ক. 18

খ. 20

গ. 22

ঘ. 16

উত্তরঃ খ. 20{ff433b6f8145a97ec1bcbdbf63faa5675e14174bfd0da8202b83de92d997abc5}

৫. একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?

ক. 200

খ. 150

গ. 210

ঘ. 125

উত্তরঃ ১৫০

৬. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন –

ক. বেলাল মোহাম্মদ

খ. এম এ আজিজ

গ. আবু হেনা মোস্তফা কামাল

ঘ. এম আর আখতার মুকুল

উত্তরঃ এম আর আখতার মুকুল

৭. Which one of the Following words is not plural?

ক. Men

খ. Feet

গ. Lice

ঘ. News

উত্তরঃ ঘ. News

৮. .১*১.১*১.২/ .০১*.০২  এর মান কত?

ক. 550

খ. 200

গ. 120

ঘ. 660

উত্তরঃ ৬৬০

৯. গায়ক এর সন্ধি বিচ্ছেদ-

ক. গো + অক

খ.  গা+ অক

গ. গা + য়ক

ঘ. গৈ+ অক

ঊত্তরঃ গৈ+ অক

১০. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?

ক. 46

খ. 35

গ. 24

ঘ. 57

উত্তরঃ ২৪

১১. শুদ্ধ বানান কোনটি?

ক. মুমুর্ষু

খ. মুমূর্ষু

গ. মুমূর্ষূ

ঘ. মূমর্ষ

উত্তরঃ মুমূর্ষু

১২. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

ক. ড্যাশ

খ. প্রশ্নচিহ্ন

গ. কোলন

ঘ. সেমিকোলন

উত্তরঃ প্রশ্নচিহ্ন

১৩. The meaning of the word “obese” is:

ক. tardy

খ. obnoxious

গ. Very fat

ঘ. ugly

উত্তরঃ Very fat

১৪.  কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন-

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

খ.  মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদ

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমণ্ডি ৩২ নম্বর

উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

১৫.  ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-

ক. শব্দ শক্তি

খ. তাপ শক্তি

গ.  শব্দ ও তাপ শক্তি

ঘ. চুম্বক শক্তি

উত্তরঃ গ) শব্দ ও তাপ শক্তি

১৬. “Pass away” means:

ক. disappear

খ.  die

গ.  erase

ঘ.  to cross

উত্তরঃ die

১৭. The Synonym of “Crime” is

ক. Mistake

খ. Thief

গ. Offence

ঘ. Trial

উত্তরঃ গ. Offence

১৮. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য —

ক. বস্তুবাচক

খ. সমষ্টিবাচক

গ. ব্যক্তিবাচক

ঘ. জাতিবাচক

উত্তরঃ ক. বস্তুবাচক

১৯. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে —

ক. যৌগিক

খ. মিশ্র

গ. সরল

ঘ. জটিল

উত্তরঃ জটিল

২০.ধ্বনির পরিবর্তন কত প্রকার —

ক. তিন

খ. চার

গ. পাঁচ

ঘ. ২

উত্তরঃ ২ প্রকার

২১. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি?

ক. 12, 13

খ. 15, 16

গ. 18, 19

ঘ. 20, 21

উত্তরঃগ. 18, 19

২২. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি-

ক. বাইট

খ. DPI

গ. পিক্সেল

ঘ. হার্জ

উত্তরঃ ক. বাইট

২৩. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

ক. 210

খ. 200

গ. 180

ঘ. 220

উত্তরঃ 180

২৪. What is the noun of “Accept”?

ক. Acceptably

খ. Acceptance

গ. Accepted

ঘ. Acceptable

উত্তরঃ Acceptance

২৫. English …. across the world.

ক. has spoken

খ. speaks

গ. is speaking

ঘ. is spoken

উত্তরঃ is spoken

২৬.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি —

ক. গুরুত্বহীন লোক

খ. রাজা-বাদশা

গ. এক শ্রেণীভুক্ত

ঘ. লাকড়ি

উত্তরঃ ক. গুরুত্বহীন লোক

২৭. Which one is correct?

ক. One of my friends is a lawyer.

খ. One of my friend are a lawyer.

গ. One of my friends are a lawyer.

ঘ. One of my friend is a lawyer.

উত্তরঃ ক. One of my friends is a lawyer.

২৮.কষ্টে লাভ হয় যা —

ক. সুলভ

খ. দুর্লভ্য

গ. দূর্লভ

ঘ. দুর্লভ

উত্তরঃ ঘ. দুর্লভ

২৯. Of the four books, the red one is the …

ক. more cheaper

খ. cheapest

গ. cheap

ঘ. cheaper

উত্তরঃ খ. cheapest

৩০ . জন্মহীন মৃত্যুহীন —

ক. অয়

খ. আমৃত্যু

গ. অজ

ঘ. অজেয়

উত্তরঃ গ. অজ

৩১. She was blessed … a son.

ক. by

খ. for

গ. in

ঘ. with

উত্তরঃ ঘ. with

৩২. যদি (x-y)2=12 আর xy=1 তবে x2+y2 কত?

ক. 11

খ. 12

গ. 13

ঘ. 14

উত্তরঃ 14

৩৩. The feminine form of the word “Author” is:

ক. Authorss

খ. Authoress

গ. Authores

ঘ. Authors

উত্তরঃ Authoress

৩৪. ঢাকাতে 24 মে দুপুর 12 টার সময় লন্ডনে সময় হবে-

ক. 25 মে 12 টা

খ. 24 মে সকাল ৬ টা

গ. 24 মে সন্ধ্যা 6 টা

ঘ. 24 মে রাত 12 টা

উত্তরঃ খ. 24 মে সকাল ৬ টা

৩৫.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –

ক.

খ.

গ.

ঘ.

হিসাব নিকাশ

৩৬.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি —

ক.

খ.

গ.

ঘ.

অগ্নি+ষ্ণেয়

৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-

ক.

খ.

গ.

ঘ.

Nikolai Podgorny

৩৮. 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-

ক.

খ.

গ.

ঘ.

৩৯.

ক.

খ.

গ.

ঘ.

1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-২২৩

৪০. Which sentence is correct?

ক. none of these

খ. He do not know how to swim.

গ. He does not know to swim.

ঘ. He does not know how to swim.

উত্তরঃ গ. He does not know to swim.

৪১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি  অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে-

ক.

খ.

গ.

ঘ.

৪২.‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি —

ক.

খ.

গ.

ঘ.

দিবস

৪৩. Singular form of data is – Datum

৪৪. Rajshahi is  —— sugar growing areas is Bangladesh- one of the largest

৪৫. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-৩৫০

৪৬.

৪৭. The passive form of “I know him”

ক. He known to me

খ. He was known to me.

গ. He is known to me

ঘ. I was known to him.

উত্তরঃ গ. He is known to me

৪৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত 3 : 1। পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

ক. 1875

খ. 1675

গ. 1575

ঘ. 1775

উত্তরঃ ক. 1875

৪৯. একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3 : 1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4 : 1 হবে?

ক. 3

খ. 8

গ. 6

ঘ. 4

উত্তরঃ ঘ. 4

৫০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-

ক.

খ.

গ.

ঘ.

UNESCO

৫১. BRICS  প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-

ক.

খ.

গ.

ঘ.

New Development Bank

৫২. যদি x+y=17 ও xy=60 তবে x-y= কত?

ক.

খ.

গ.

ঘ.

উত্তরঃ ৭

৫৩. দেশে বিদেশে’র লেখক কে-

ক.

খ.

গ.

ঘ.

সৈয়দ মুজতবা আলী

৫৪. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ?

ক.

খ.

গ.

ঘ.

উত্তরঃ ১/২

৫৫. কোন স্কুলে 70{ff433b6f8145a97ec1bcbdbf63faa5675e14174bfd0da8202b83de92d997abc5} শিক্ষার্থী ইংরেজী এবং 80{ff433b6f8145a97ec1bcbdbf63faa5675e14174bfd0da8202b83de92d997abc5} শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু 10{ff433b6f8145a97ec1bcbdbf63faa5675e14174bfd0da8202b83de92d997abc5} উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. 500

খ. 560

গ. 600

ঘ. 400

উত্তরঃ ৫০০

৫৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি —

ক.

খ.

গ.

ঘ.

গো+ এষণা

৫৭. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?

ক. 39

খ. 93

গ. 57

ঘ. 75

উত্তরঃ ৩৯

৫৮. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত?

ক. 30

খ. 75

গ. 70

ঘ. 85

উত্তরঃ ৩০

৫৯.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-

ক.

খ.

গ.

ঘ.

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

৬০. There is …. milk in the glass.

ক. a big amount

খ. much

গ. small

ঘ. a little

উত্তরঃ ঘ. a little

৬১. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?

ক. 90

খ. 80

গ. 85

ঘ. 120

উত্তরঃ

সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs  EXam Alert 

৬২. The antonym of ‘Insipid is-

ক. cold

খ. dull

গ. exciting

ঘ. sanguine

উত্তরঃ গ. exciting

৬৩. I hardly go out after dusk. সঠিক বাংলা অনুবাদ-

ক.

খ.

গ.

ঘ.

আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই।

৬৪. The Spirit of Islam বইটির লেখক কে-

ক.

খ.

গ.

ঘ.

সৈয়দ আমীর আলী

৬৫.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-

ক.

খ.

গ.

ঘ.

জেনারেল রাও ফরমান আলী

৬৬.পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?

ক. 4 মিনিট

খ. 5 মিনিট

গ. 20 মিনিট

ঘ. 1 মিনিট

উত্তরঃ ক. 4 মিনিট

৬৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে —

ক.

খ.

গ.

ঘ.

সরণি

৬৮. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন-

ক.

খ.

গ.

ঘ.

৫ বার

৬৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ —

ক.

খ.

গ.

ঘ.

প্রগতি

৭০. a-1/a=3 হলে  a2+1/a2 এর মান কত?

ক. 11

খ. 12

গ. 14

ঘ. 16

উত্তরঃ ক. 11

৭১. Choose the word with correct spelling-receive

৭২. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি 12, 9, 15, 5, 20, 8, 25, 17,21,23, 11

ক. 14

খ. 12

গ. 15

ঘ. 13

উত্তরঃ ১২

৭৩. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-

ক. স্থূল কোণ

খ. সরল কোণ

গ. সূক্ষ কোণ

ঘ. পূরক কোণ

উত্তরঃ গ. সূক্ষ কোণ

৭৪.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-

ক.

খ.

গ.

ঘ.

মেরু অঞ্চলে

৭৫.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

ক.

খ.

গ.

ঘ.

সম্রাট আকবর

৭৬. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-

ক.

খ.

গ.

ঘ.

আব্দুল গাফফার চৌধুরী

৭৭.শুদ্ধ বানান কোনটি —

ক.

খ.

গ.

ঘ.

বিভীষিকা

৭৮.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ —

ক.

খ.

গ.

ঘ.

বাংলা

৭৯. The opposite word of “Delete” is

ক. injure

খ. Delay

গ. Insert

ঘ. Trap

উত্তরঃ গ. Insert

৮০. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং 2য় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

ক. 6

খ. 3

গ. 4

ঘ. 5

উত্তরঃ খ. 3

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Directorate of Primary Education (DPE) has been published recruitment of Primary Assistant Teacher under the Ministry of Primary and Mass Education. Online application system started on 18 September and close on October 28, 2018. Directorate of Primary Education every year published recruitment of Primary Assistant Teacher this job is very popular in Bangladesh. This year around 30,000 new primary assistant teachers will be appointed and where pre-primary 15,000 teachers will be appointed, said -Directorate of Primary Education. Another Primary Assistant Teacher  Question Solve Click Here.

We hope candidates of Pre-Primary Assistant Teacher it’s very helpful this previous year question and solution. Directorate of Primary Education every year published recruitment of Primary Assistant Teacher this job is very popular in Bangladesh. This year total post of Assistant Teacher of Primary School Teachers Seven thousand five hundred will be district except for three hill districts. Primary Assistant Teacher Exam Question Solution 2019.

Primary Assistant Teacher Exam Question Solution 2019

Directorate of primary education this website contains information on all activities of Primary Education in Bangladesh. Bangladesh is situated to the eastern side of the Indian Subcontinent, flanked by India in The West, North and North-East and Myanmar to the South-East and Nepal slightly removed to the North. Directorate of Primary Education (DPE) Oficial website https://www.dpe.gov.bd/.

Directorate of Primary Education (DPE) is situated between 20 0 34′ and 26 0 38′ North Latitude and 88 0 01′ and 92 0 41′ East Longitude. It has an area of 147,570 Sq. Km. and a population of nearly 150 million. It has a population density of 1015 persons per sq. Km., which is the highest in the world. Primary Assistant Teacher Question and Solved

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *